চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের পন্ডিতপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে বিজিবি দুটি ওয়ান সুটার গানসহ সিটু মিয়া (৪০) নামেরে এক যুবককে আটক করেছে। আটক সিটু মিয়া মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান জানান, রাত পৌনে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক সুশীল কুমারের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৭৫ থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে পন্ডিতপাড়ায় সিটু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময দুটি ওয়ান সুটার গান ও দু রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
বিজিবি’র দাবি সিটু একজন অস্ত্র ব্যবসায়ী।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/২৫-০১-১৭
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান জানান, রাত পৌনে ৯টার দিকে চৌকা বিওপির নায়েক সুশীল কুমারের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৭৫ থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে পন্ডিতপাড়ায় সিটু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময দুটি ওয়ান সুটার গান ও দু রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
বিজিবি’র দাবি সিটু একজন অস্ত্র ব্যবসায়ী।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/২৫-০১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2k0btS4
January 25, 2017 at 03:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন