সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিরা মৌলবাদের শিকার, এ যেন নতুন এক ট্রেন্ড। এ বার সেই তালিকায় জুড়ে গেল আরও একটা নাম। সানিয়া মির্জা। টেনিস তারকাকে সরাসরি প্রশ্ন করা হল, কেন তুমি বোরখা পরোনি? হতে পারে, তিনি টেনিসে ভারতকে আন্তর্জাতিক স্তরে গর্বিত করেছেন। হতে পারে, তিনি ভারতের অন্যতম স্পোর্টস আইকন। কিন্তু, তাতে কী! করিনা কাপূর, সাইফ আলি খান, মুহম্মদ শামি, মুহম্মদ কাইফের পর এ বার প্রশ্নের মুখে পড়লেন তিনিও। সৌজন্যে সানিয়ারই পোস্ট করা একটি ছবি। যা দেখার পর ওয়েব ওয়ার্ল্ডে ধর্মীয় গোঁড়ামির শিকার হলেন তিনি। ঘটনার সূত্রপাত দুসপ্তাহ আগে। ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন সানিয়া। কয়েক মিনিটের মধ্যেই বিভিন্ন কমেন্ট আসতে শুরু করে। সানিয়ার ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়েও প্রশ্ন করেন অনেকে। ২০১০-এ পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন সানিয়া। তাঁর ওই ছবি দেখে অনেকে বলেন, কোর্টে বা কোর্টের বাইরে কখনওই ইসলামিক পোশাক পরেন না তিনি। যা নাকি খুব খারাপ! কেউ আবার তাঁকে বোরখা পরারও পরামর্শ দিয়েছেন! কেউ বা বলেছেন, বোরখা না পরে বিদেশি সংস্কৃতির আমদানি করছেন সানিয়া। গত ৩১ ডিসেম্বর টুইটারে সূর্য প্রণাম করার ছবি পোস্ট করেছিলেন মুহম্মদ কাইফ। তার পরেই তাঁর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের ঝড় ওঠে। গত ২০ ডিসেম্বর করিনা-সইফের ছেলের নাম তৈমুর রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। মৌলবাদীদের তীক্ষ্ণ মন্তব্য থেকে বাদ যাননি ভারতীয় পেসার মুহম্মদ শামিও। হিজাব না পরে শামির স্ত্রী কেন প্রকাশ্যে ছবি তুলেছেন তা নিয়ে তাঁকে তুলোধোনা করা হয়। এ বার টার্গেটে সানিয়া। যদিও এ বিতর্কে এখনও মুখ খোলেননি টেনিস ডাবলসে বিশ্বের দুনম্বর। ফেসবুকে পোস্ট করা সানিয়ার সেই ছবি আর/১২:১৪/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ialtrS
January 11, 2017 at 07:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top