মুম্বাই, ১১ জানুয়ারি- মহেন্দ্র সিংহ ধোনি দুরন্ত ফর্মে। ইংল্যান্ডের বোলারদের উপরে আধিপত্য বিস্তার করলেন রাঁচির রাজপুত্র। এদিনই ভারতীয় দলকে শেষবারের মতো নেতৃত্ব দিতে নেমেছিলেন ধোনি। এই হলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি চলতে শুরু করলে কোনও বোলারই তাঁকে থামাতে পারেন না। সেটাই আরও একবার দেখা গেল মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। নেতৃত্বের আর্মব্যান্ডটা শেষবারের মতো এদিন পরেছিলেন ধোনি। মঙ্গলবারই নেতা ধোনির শেষদিন। তার পরেই প্রাক্তন ভারত অধিনায়াকের দলে নাম লেখাবেন তিনি। নেতৃত্ব থেকে সরে গেলেও থেকে যাবে তাঁর গৌরবের আখ্যান। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে টস হারলেন মাহি। তবে ব্যাট করলেন রাজার মতো। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে ধোনি সম্পর্কে বলতে গিয়ে সুনীল মনোহর গাওস্কর জানিয়েছিলেন, ধোনি যদি ক্রিকেটার হিসেবে সরে যেতেন তাহলে সবার আগে ধর্নায় বসতেন তিনি। ধোনি নেতৃত্ব থেকে সরলেও ভারতের হয়ে খেলবেন। মুম্বইতেই দেখিয়ে দিলেন, যতদিন তিনি খেলবেন, ততদিন এভাবেই বোলারদের শাসন করবেন। প্রথমে ব্যাট করে মাহির দল তুলেছে ৫০ ওভারে চার উইকেটে ৩০৪। শেষ পর্যন্ত টিকে থেকে ধোনি মাত্র ৪০ বলে ৬৮ রান করেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান ধোনি। শেষ ওভারে ঝড় তোলেন ভারতের সফলতম অধিনায়ক। শেষ ওভারে দুটো ছক্কা, দুটো চার-সহ ২৩ রান নেন ওকসের ওভার থেকে। আর ওই ২৩ রানের সুবাদেই ভারত এ দল পৌঁছে যায় ৩০৪ রানে। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে যুবরাজ সিংহের। তিনিও কম যাননি। ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে আজ তো ধোনির দিন। সবাই দেখতে চেয়েছিলেন নেতা ধোনিকে। শেষবারের মতো। দেখুন ধোনির বিধ্বংসী ব্যাটিং: আর/১২:১৪/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iYSJzE
January 11, 2017 at 07:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top