উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আগামী ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল সারা দেশের প্রায় ৪ লক্ষ ব্যাংক কর্মী। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ), অল ইন্ডিয়া ব্যাংক অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশন (এআইবিওএ) এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফআই)-এর তরফে এই ধর্মঘট ডাকা হয়েছে। ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে শুরু হয়েছে দেশজুড়ে অসন্তোষ। অনেক ক্ষেত্রে যার শিকার হয়েছেন ব্যাংক কর্মীরাও।
অল ইন্ডিয়া ব্যাংক এপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ভেঙ্কটাচলম জানান, তাঁরা চান সরকার এবং রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে প্রতিটি ব্যাংকের সমস্ত শাখায় পর্যাপ্ত নগদের জোগান। পাশাপাশি এটিএমগুলিতে পর্যাপ্ত টাকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া টাকা তোলার ওপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে তাঁদের তরফে। বহুবার কেন্দ্রের কাছে নোট সমস্যা সংক্রান্ত বিষয়ে আবেদন করেও কোনো লাভ না হওয়ায় শেষপর্যন্ত ধর্মঘটের পথ বেছে নেন তাঁরা।
from Uttarbanga Sambad http://ift.tt/2j6Bs9g
January 21, 2017 at 05:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.