সিডনি, ২১ জানুয়ারি- ক্রিকেটের রেকর্ড লিস্টে চিরকালীন হয়ে থাকলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার বাবর আজম। মাত্র ২২ বছর বয়সী এই উঠতি ক্রিকেটার ছুঁয়ে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেট শৃঙ্গ স্যার ভিভিয়ান রিচার্ডসকে। মাত্র ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই ১০০০ রান করে ফেললেন বাবর আজম। গোটা ক্রিকেট বিশ্বে সব থেকে কম ম্যাচে ১০০০ রানের রেকর্ড সবার প্রথম করেছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডসই। ডাকাবুকো ভিভিয়ানের ১৯৮০ সালের এই রেকর্ড ছুয়েছেন অনেকেই, কিন্তু কেউই তা ভেঙে রিচার্ডসের আগে জেতে পারেননি। ২০০৬ সালে ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড প্রথম ছুঁয়ে ছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। ২০১১ সালে আরও একজন ব্রিটিশ ক্রিকেটার জনাথন ট্রট এই রেকর্ড ছুঁয়ে ফেলেন। এরপর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ভিভের রেকর্ড ছুঁয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডি কক। ৩৭ বছর পর স্যার ভিভের রেকর্ডকে স্পর্শ করলেন কোনও এশিয়ান ক্রিকেটার। পাকিস্তানের এই ক্রিকেটার এখন স্যার ভিভ দোসরও বটে। চলতি অস্ট্রেলিয়া সফরেই এই রেকর্ড স্পর্শ করেন বাবর আজম। আর/১০:১৪/২১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jJNh6h
January 21, 2017 at 11:49PM
21 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top