ঢাকা, ২৩ জানুয়ারি- বান্ধবী ভরসা করেছিলেন বঙ্গ-ক্রিকেটারকে। অথচ তিনিই নাকি উত্তেজক ছবি প্রকাশ্যে এনে দিলেন। অবশেষে পুলিশের জালে তিনি। পশ্চিমী অপসংস্কৃতির ছায়া এবার খোদ এশিয়া তথা বাংলা মুলুকেই। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ক্রীড়ামহলে যেখানে বান্ধবীর সঙ্গে গোপন ছবি প্রকাশ্যে এসে যায় পাপারাৎজিদের দৌলতে, তারই প্রভাব এবার ওপার বা্ংলায়। কাঠগড়ায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। নিজের বান্ধবীর অন্তরঙ্গ ছবি তিনি ভুয়ো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ। সপ্তাহখানেক আগে স্থানীয় থানায় সানির বান্ধবী এই মর্মে অভিযোগ দায়ের করেন। তার পরে রবিবারেই ঢাকা শহরতলির আমিনবাজার এলাকায় সানির ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ সানিকে গ্রেফতার করে। স্থানীয় থানার ওসি জামালউদ্দিন মীর পুরো ঘটনার কথা সংবাদমাধ্যমে জানান। তবে সংশ্লিষ্ট ঘটনায় কুলুপ এঁটেছেন আরাফাত সানি। এর আগে জাতীয় দলের পেসার রুবেল হাসানকে নারীঘটিত কারণে হাজতবাস করতে হয়েছিল। বাড়ির পরিচারিকাকে নিগ্রহ করে জেলে গিয়েছেন বাংলাদেশের আর এক ক্রিকেটার শাহাদাত হোসেন। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, আরাফাত সানির অপরাধ ছাপিয়ে গিয়েছে আগের সমস্ত ঘটনাকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, এটা সানির ব্যক্তিগত সমস্যা। এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে কোনও সরাসরি পদক্ষেপ না করা হলেও পুরো ঘটনার উপর নজর রাখছি আমরা। আর/১৭:১৪/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jTapiV
January 24, 2017 at 12:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top