মুম্বাই, ২৪ জানুয়ারি- সঞ্জয় লীলা বানশালির ছবি বাজিরাও মাস্তানিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন দুজন। এরপর হলিউডে পাড়ি দিয়েছেন দুজনেই। তারা হলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই দীপিকার প্রথম হলিউড সিনেমা মুক্তি পেয়েছে। ওদিকে প্রিয়াঙ্কাও সমানতালে কাজ করছেন বেওয়াচ ও টিভি সিরিজ কোয়ান্টিকোতে। তাই স্বাভাবিক ভাবেই এই দুই অভিনেত্রীর তুলনা চলে আসছে। কিন্তু এই তুলনা মোটেই গ্রহণযোগ্য নয় এবং ঠিকও নয়, এমন মন্তব্য করলেন দীপিকা। বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা হলিউডে পা রাখেন কোয়ান্টিকো-র হাত ধরে। এদিকে দীপিকা আন্তর্জাতিক অঙ্গনে দেখা দেন ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ-এর সৌজন্যে। কিন্তু এতকিছুর পরও দুজনের মধ্যে তুলনাটা একবারেই সঠিক নন, মনে করেন দীপিকা। তার মতে, তারা দুজনেই সম্পূর্ণ ভিন্ন রাস্তায় হাঁটছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2knPW6M
January 25, 2017 at 03:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top