মুম্বাই, ১২ জানুয়ারি- গত অক্টোবরের শেষে পাকিস্তান বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী দিনো লালভানিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী লিজা হেডেন। এক বছর প্রেমের পর বিবাহবন্ধনে বাঁধা পড়েন দুজনে। এবার জানা গেল, মা হতে যাচ্ছেন লিজা। সম্প্রতি বিকিনি পরে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করলেন তিনি। সমুদ্র পাড়ে নীল রঙা বিকিনি পরে খোলা চুলে ক্যামেরায় পোজ দিয়েছেন লিজা। ছবিতে দেখা গেছে, সমুদ্র পাড়ে নীল রঙের বিকিনি পরে খোলা চুলে ক্যামেরায় পোজ দিয়েছেন লিজা। ছবিটি লিজা নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিজা লিখেছেন, উপভোগ্য শুরু। ৩০ বছর বয়সী লিজার জন্ম চেন্নাইতে হলেও জীবনের বেশিরভাগটাই তিনি কাটিয়েছেন অস্ট্রেলিয়া ও আমেরিকায়। তারপর মুম্বাইতে এসে শুরু করেন মডেলিং ক্যারিয়ার, সেখান থেকে বলিউডে পা রাখা। কুইন ছবির পর করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল-এ কাজ করেছেন লিজা। কুইন, হাউজফুল ৩সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির অভিনেত্রী লিজা। অজয় দেবগনের বাদশাহো ছবিতেও দেখা যাবে লিজা হেডেনকে। সূত্র: ইনইউথডটকম আর/১০:১৪/১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iLFvFy
January 13, 2017 at 05:58AM
13 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top