ঢাকা, ১২ জানুয়ারি- জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। সেরা দশ ব্যাটিং পারফরম্যান্সের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান স্থান পেয়েছেন সেরা দশ টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের তালিকায়। টি-টোয়েন্টি ফরম্যাটের গত এশিয়া কাপে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটি নজর কেড়েছে সবার। এই ইনিংসটিই তাকে টি-টোয়েন্টির বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের দৌড়ে জায়গা করে দিয়েছে। ২৬ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয় থেকে একাই টেনে তোলেন সাব্বির। শূন্য রানে প্রথম উইকেটের পতনের পর ক্রিজে আসেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ৫৪ বলে দশটি চার এবং তিনটি ছয়ের মারে ব্যক্তিগত ৮০ রান নিয়ে যখন সাজঘরে ফেরেন তখন দলীয় সংগ্রহ পৌঁছে যায় ১০৮ রানে। ওই ম্যাচে আউট হওয়ার আগ পর্যন্ত দলীয় সংগ্রহে সর্বোচ্চ অবদান রাখার রেকর্ডও গড়েন সাব্বির। ১৫ বলে দুটি চার আর এক ছক্কায় ২২ রান। টি-টোয়েন্টিতে নিশ্চয়ই কোনো আহামরি ইনিংস নয়। তবুও ২০১৬ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ২২ রানের ইনিংসটি জায়গা করে নিয়েছে ক্রিকইনফোর সেরা দশ ব্যাটিং পারফরম্যান্সের তালিকায়। জয়ের জন্য দরকার তখন ৩৪ বলে ৪২ রান। এমন সময় মাঠে নামেন রিয়াদ। হঠাৎ উইকেট পতনের পরও বিচক্ষণতার পরিচয় দিয়ে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সেরা ব্যাটিং পারফরম্যান্সের এই তালিকায় আছে আরও সাতজনের ইনিংস। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি দুটি ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে ব্যাটিং দানব ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও কার্লোস ব্রাথওয়েটের একটি করে ইনিংস মনোনোয়ন পেয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ইংল্যান্ডের জো রুটের একটি করে ইনিংস তালিকায় জায়গা পেয়েছে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়ে ক্রিকইনফোর সেরা দশ বোলিং পারফরম্যান্সের তালিকায় জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত চার ওভারে মাত্র ২২ রান খরচায় পাঁচ উইকেট নেন কাটার মাস্টার। মুস্তাফিজের অচেনা সব ডেলিভারি ব্যাটে ছোঁয়াতেই ঘাম ঝড়ছিল উইলিয়ামসনদের। ওই বোলিং ফিগারটি মুস্তাফিজকে জায়গা করে দিয়েছে সেরা দশের তালিকায়। সেরা বোলিং পারফরম্যান্সের এই তালিকায় আরও নয়জন আছেন। তারা হলেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম, ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্রাভো, শ্রীলঙ্কার কাসুন রাজিথা, নিউজিল্যান্ডের মিচেল সান্তনার, মিচেল ম্যাকক্লেনাগান, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিন। সূত্র: ক্রিকইনফো আর/১০:১৪/১২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jbKwdx
January 13, 2017 at 05:48AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.