প্রযুক্তি সহায়তা দিতে ভোলাহাটে রেশম উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেন ৫ বিদেশী

দেশের ৭৫ ভাগ রেশম উৎপাদন এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ঐতিহ্য রেশম উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দেয়াসহ গুনগত মানোন্নয়নের লক্ষে মঙ্গলবার দুপুরে ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ড এলাকা পরিদর্শন করেছেন ৫ বিদেশী। পরিদর্শনকারীরা হচ্ছেন, ভারতের ব্যাঙ্গালুর কেন্দ্রীয় সিল্কি বোর্ড ডাইরেক্টর ড.এস নির্মল কুমার, ড. বিএস অ্যাংগাদি, তামিনলাড়–র প্রফেসার ড. এম সিভা কুমার, সার্ক এগ্রিকালচার সেন্টার(এসএসি)’র ডাইরেক্টর ড.এসএম বখতিয়ার ও ড.তায়্যান রাজ গুরান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা রেশম সম্প্রসারণ কার্যালয়ের সহকারী পরিচালক মাহববু-উল-হক, রাজশাহী রেশম বোর্ড রিসোর্স অফিসার মন্সুর আলী,  ভোলাহাট অফিসার ইনচার্জ মহসীন আলী, রেশম বোর্ডের প্রতিনিধি জিন্নাত আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কি ভাবে অধিক রেশম উৎপাদন করে রেশম চাষিরা বেশী লাভবান হবেন সে বিষয়ে মতবিনিময়, উন্নত বিশ্বের সাথে সমন্বয়ের ভিত্তিতে বিলুপ্ত হওয়া রেশমকে পুনঃরায় কি ভাবে উজ্জীবিত করা যায় এ লক্ষ্যে তাদের এ সফর। বিদেশীদের সফরকে ঘিরে স্থানীয় রেশম চাষিরা রেশম বোর্ডে উপস্থিত হলে বিদেশীরা তাদের সাথে মতবিনিময় করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৭-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jG1mPo

January 17, 2017 at 09:55PM
17 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top