নাচোলে অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৬-১৭ এর অংশ হিসাবে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে নাচোল উপজেলার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা পাপিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দিন, শরীরচর্চা শিক্ষক হানিফুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুল হক, জোহরুল ইসলাম জনিসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jsSMGD

January 17, 2017 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top