নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা নগরীর সরকারী বেসরকারি বিভিন্ন ব্যাংক গুলোতে সঙ্ঘবদ্ধ নারী প্রতারক চক্র এখন বেশ সক্রিয়। প্রতিদিনই নগরীর কোন না কোন ব্যাংকে নারী প্রতারককারীদের হাতে সর্বস্ব হারিয়ে খালি হাতে বাসায় ফিরছে সাধারণ নারীরা। এর সর্বশেষ শিকার হচেছন গত রোববার নগরীর সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় নার্গিস বেগম নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা।
প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নার্গিস বেগম এ প্রতিবেদককে জানান, গত ১ জানুয়ারি রোববার বেলা ১১টার দিকে মাসিক পেনশন উঠানোর জন্য আমি ব্যাংকে আসি। ব্যাংক কাউন্টারে লম্বা সিরিয়াল দেখে আমি সোফায় বসি। এই সোফায় পূর্ব থেকেই দুই জন মহিলা ও ৮/১০ বছরের একটি ছেলে বসেছিল। আমি বসা মাত্রই ছেলেটি উঠে যায় এবং কিছুক্ষণ পর আমার কাছে আসে। আর ঐ দুই প্রতারক মহিলা কিভাবে জানি মুহূর্তের মধ্যে আমার সাথে বেশ সখ্য গড়ে তুলে। এর মধ্যে যে মূল প্রতারক ঐ মহিলা ছিল বোরকাসহ হিজাব পড়া অবস্থায়।
আমি টাকা উঠানো থেকে শুরু করে ব্যাংকের সিঁড়ি পর্যন্ত তারা দুই মহিলা আমাকে অনুসরণ করে। সিঁড়ি থেকে নামার পর হিজাব পড়া মহিলা আমাকে বলে, আপা, যদি কিছু মনে না করেন, আমার ৫০০ টাকার নোট গুলো রেখে যদি আমাকে আপনার ১ হাজার টাকার নোট গুলো দিতেন তাহলে আমার উপকার হতো। আমি প্রথমে নিষেধ করলেও পড়ে বললাম, আচ্ছা আপনার যদি উপকার হয় তাহলে নিন। আমি পেনশন উঠানো পুরো ৫ হাজার টাকা তাকে দিলে সে আমাকে ১০টি ৫০০ টাকার নোট দিয়ে দ্রুত চলে যায়। তার দ্রুত চলে যাওয়ার কারণেই আমার সন্দেহ হয়। পরে আমি কাউন্টারে গিয়ে ৫০০ টাকার নোট গুলো দেখালে ক্যাশিয়ার জানান, সব গুলো নোটই জাল। এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন প্রতারিত হওয়া অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানাজার তোফায়েল আহমেদ বলেন, প্রতারিত হওয়া ঐ ভদ্র মহিলা আমার কাছে অভিযোগ করার পর আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখালে তিনি প্রতারক ঐ দুই মহিলাকে সনাক্ত করেন। কিন্ত এখন তো আমাদের করার কিছুই নেই। আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় সম্মানিত গ্রাহকদের সচেতন করার জন্য মাইকে ঘোষণা দিয়ে থাকি। তারপরেও যদি শিক্ষিত গ্রহকগণ প্রতারণার শিকার হন তখন আমরা কি করতে পারি।
এ নিয়ে ব্যাংকে বেশ কয়েকজন গ্রাহকের সাথে কথা বললে তারা জানান, এই কর্পোরেট শাখায় এর আগেও একই ঘটনা ঘটেছিল অন্য এক মহিলা গ্রাহকের সাথে। তারা জানান, শুধু সোনালী ব্যাংকের এই শাখাতেই নয়, নগরীর বিভিন্ন ব্যাংকেই এখন সঙ্গবদ্ধ নারী প্রতারকচক্র রয়েছে যারা সহজ সরল নারীদের দেখলেই অভিনব কায়দায় সর্বস্ব নিয়ে যায়। তাই এদের থেকে সাবধান হওয়ার আহবান জানান তারা।
The post কুমিল্লার ব্যাংক গুলোতে সক্রিয় নারী প্রতারক চক্র appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2j2Jo8D
January 04, 2017 at 10:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন