উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাজগঞ্জঃ শুক্রবার রাজগঞ্জের আমবাড়ির লোকালয় থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হল। প্রায় ১৬ কেজি ওজনের ওই অজগরটি আমবাড়ির রেঞ্জ অফিসের কর্মীরা উদ্ধার করে।
রেঞ্জ অফিসার নিবারণচন্দ্র বসাক জানিয়েছেন, আমবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে রক পাইথন প্রজাতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি সেচ নালা থেকে উঠে গ্রামের মধ্যে প্রবেশ করে। ওই সময় এলাকার মানুষের নজরে পড়ে যায়। খবর পেয়ে বন কর্মীরা গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। অজগরটি বৈকুণ্ঠপুর বন বিভাগের ললিতাবাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে রেঞ্জ অফিসার জানিয়েছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2k8W2a3
January 27, 2017 at 05:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন