মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা শপথ নিয়েছে, নিজেরা কখনো আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলকে প্রশ্রয় দেবে না। সমাজের অভিভাবকসহ অন্য সব মানুষও যেন নকল থেকে দূরে থাকে, সে জন্য কাজ করবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তারা দুর্নীতিমুক্ত থাকবে। সুনাগরিক হয়ে মানুষের জন্য আজীবন কাজ করে যাবে।
বুধবার সকালে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উপস্থিতিতে তারা জাতীয় পতাকা হাতে এই শপথ করেন।
জেলার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মুরাদনগরের সহস্রাধিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশে বলেন, ‘আপনার কি কখনো কোনে পরীক্ষায় নকলকে প্রশয় দেবেন?’ শিক্ষকরা দীপ্তকণ্ঠে বলল, ‘না’। ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি এরপর বলেন, ‘হাত তুলে জোরে আমার সাথে শপথ করে বলেন।’ শিক্ষকরা দুই হাত তুলে একসাথে ‘না’ বলে জানিয়ে দেয় তাদের অঙ্গীকারের কথা। কুমিল্লা মুরাদনগর উপজেলায় নকলমুক্ত, মানসম্পন্ন ও আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক এবং দাখিল স্তরের শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় শিক্ষকরা দুই হাত তুলে নকলকে না বলার এই অঙ্গীকার করে।
এতে সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। তিনি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের। মতবিনিময় সভায় আরো অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইউম খসরু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
এ.এম.এম মজিুবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাহকারি কমিশনার (ভূমি) মোসাম্মৎ রাশেদা আক্তার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, শিক্ষা অফিসার এএনএম মাহবুব আলম, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. শরিফুল আলম চৌধুরী, বাংলাদেশ প্রাথকি শিক্ষক সমিতির কেন্দ্রিয় সেক্রেটারী গাজীউল হক চৌধুরী ও কাজিয়াতল দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমূখ।
The post নকলকে ‘না’ বলার শপথ নিলেন শিক্ষকরা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kipZSL
January 25, 2017 at 07:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন