পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন করিমুল হক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন জলপাইগুড়ির মাল ব্লকের রাজাডাঙার প্রত্যন্ত ধলাবাড়ি গ্রামের স্বেচ্ছাসেবী করিমুল হক। তাঁর বাইক অ্যাম্বুলেন্সের কথা উত্তরবঙ্গ সংবাদ পত্রেই প্রথম প্রকাশিত হয়। কয়েক দশক ধরে নিঃস্বার্থ সমাজসেবায় এবার স্বীকৃতি এল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দেশের ৭৫ জন প্রার্থীদের নাম মনোনীত করা হয়েছে। তাঁদের মধ্যে এই রাজ্যের চারজনের একজন হলেন করিমুল হক।



from Uttarbanga Sambad http://ift.tt/2kikqnj

January 25, 2017 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top