উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ বিশেষ কর্তব্যরত কলকাতা পুলিশের কাছে বুধবার আত্মসমর্পণ করল বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তের মাও-কমান্ডার রঞ্জিত পাল এবং স্ত্রী ঝর্ণা গিরি। ফিরে আসতে চান সমাজের মূল স্রোতে। অযোধ্যা পাহাড়,পুরুলিয়া এবং ঝাড়খণ্ড ছিল তাদের সক্রিয় কর্মস্থল। আজ ভবানীভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশ ডিজি সুরজিত কর পুরকায়স্থ এবং কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার একথা জানান।
এদিন তারা স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের সমস্যার অনেকটাই সমাধান করতে পেরেছে। প্রক্তন এই মাও নেতা যুব সমাজের উদ্দেশ্যে সমাজের মূল স্রোতে থেকে কাজ করার জন্য কথা বলেন। এছাড়া তিনি বলেন, এভাবে বিপ্লবী হয়ে পরিবার প্রতিপালন সম্ভব নয়।
জানা গিয়েছে, নন্দীগ্রাম ও লালগড় আন্দোলনেও তাদের হাত ছিল। আত্মসমর্পণকারী এই দুই মাও নেতাদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানা যেতে পারে বলে আশাবাদী গোয়েন্দা দপ্তর।
from Uttarbanga Sambad http://ift.tt/2jZe7qT
January 25, 2017 at 06:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.