আজ রাজপথ কাঁপাতে বিএনপি

সিলেট নয়, দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধায় সেদিন কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি। এছাড়া কয়েকটি স্থানে সরকারদলীয় নেতাকর্মীদের হামলার শিকার হন দলটির নেতাকর্মীরা। কর্মসূচীতে বাধা প্রদান এবং হামলার প্রতিবাদে আজ রোববার কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। ‌‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কালো পতাকা মিছিল কর্মসূচী ছিল বিএনপির। কেন্দ্রীয় এই কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে কালো পতাকা মিছিলের উদ্যোগ নেয় জেলা ও মহানগর বিএনপি। তবে পুলিশের বাধায় সেই মিছিল পণ্ড হয়ে যায়।

সিলেট জেলা ও মহানগর বিএনপিও এই কর্মসূচী পালন করবে। আজ বিকেল ৩টায় রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার ডাক দিয়েছে বিএনপি। তবে গত বৃহস্পতিবারের মতো আজ আবারও পুলিশের বাধার মুখে পড়তে হয় কিনা, তা নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে রয়েছে শঙ্কা।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমরা মিছিল করার চেষ্টা করবো। কিন্তু পুলিশের সাথে তো আমরা সংঘাতে যেতে পারি না। আমরা পুলিশকে মিছিল করার বিষয়টি অবহিত করেছি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iR8yID

January 08, 2017 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top