বরুড়ায় ৮টি প্র‌তিষ্ঠান‌কে ২২ হাজার টাকা জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক ● বরুড়া উপ‌জেলার মধ্যম বাজা‌রে প‌রিচা‌লিত ভেজাল বিরোধী অ‌ভিযা‌নে ৮টি প্র‌তিষ্ঠান‌কে ২২ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বা‌ণিজ্য মন্ত্রণ‌ালয়াধীন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ও উপ‌জেলা প্রশাসন, বরুড়ার যৌথ উ‌দ্যো‌গে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বেলা ১২টা থে‌কে পৌ‌নে ২টা পর্যন্ত প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে শহ‌রের দুই‌টি হো‌টেল ও ১টি ফ‌লের দোকান‌কে বে‌শি ওজনের প্যাক ব্যবহার করায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৭ ধারায় তিন হাজার টাকা জ‌রিমানা করা হয়।

মোড়‌কের গা‌য়ে প্র‌য়োজনীয় ঘোষণা না থাকায় তিন‌টি মু‌দির দোকানী‌কে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দা‌য়ে দুই ফা‌র্মেসী‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

20170124_132351

এছাড়াও মাছ বাজা‌রে বাটখারার মাধ্য‌মে ওজ‌নে কারচু‌পি করায় দুইজন‌কে ১ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়। এসময় ক‌য়েক জন মাছ ব্যবসায়ীর বাটখারা জব্দও করা হয়।

জেলা সি‌ভিল সার্জন অ‌ফিস, জেলা মা‌র্কে‌টিং অ‌ফিস ও বরুড়া থানা পু‌লিশ এ অ‌ভিযা‌নে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ ধর‌ণের অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লে প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে।

The post বরুড়ায় ৮টি প্র‌তিষ্ঠান‌কে ২২ হাজার টাকা জ‌রিমানা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jXSKa8

January 24, 2017 at 06:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top