কলকাতা, ০৫ জানুয়ারি- রোজ ভ্যালি কাণ্ডে অভিনেতা সাংসদ তাপস পাল গ্রেফতার হওয়ার পর থেকে কোনও আন্দোলনেই দেখা পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ বাঁকুড়া থেকে জয়ী মুনমুন সেন, মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায় এবং ঘাটালের নায়ক সাংসদ দেবের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পরমুহূর্ত থেকেই রাজপথে তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর নির্দেশে ওই দিন সন্ধ্যাতেই দলীয় সাংসদরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলে যান। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেই সকলে চলে যান দিল্লিতে। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার বরণ করতে হয় তাঁদের। দিল্লির পথে বসে ধরনাও দেন সাংসদরা। কিন্তু সেই বিক্ষোভে অনুপস্থিত ছিলেন দলের তিন তারকা সাংসদ। আর তা নিয়েই নানা জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। প্রথম থেকেই নির্বাচনে টলিউড তারকাদের প্রার্থী করা নিয়ে দলের মধ্যে ক্ষোভ ছিল। তা সত্বেও এক ঝাঁক তারকা সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসে। এঁদের মধ্যে প্রত্যক্ষ রাজনীতি করেন মাত্র তিনজন। হাওড়া থেকে জয়ী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, বীরভূম থেকে জয়ী শতাব্দী রায় এবং কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল। রোজ ভ্যালির সঙ্গে যোগাযোগের অভিযোগে তাপস পাল এখন সিবিআই হেফাজতে। কদিন আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে দিয়েছেন আর এক তারকা, মিঠুন চক্রবর্তী। বুধবার পথে নেমে আন্দোলনে অংশ নিয়েছেন দুই তারকা শতাব্দী রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু রোজভ্যালি কাণ্ডে অভিনেতা সাংসদ তাপস পাল গ্রেফতার হওয়ার পর থেকে কোনও আন্দোলনেই দেখা পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ বাঁকুড়া থেকে জয়ী মুনমুন সেন, মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায় এবং ঘাটালের নায়ক সাংসদ দেবের। তৃণমূল সূত্রে খবর, এঁরা তিনজনই কলকাতায় রয়েছেন কিন্তু ব্যক্তিগত কারণে এঁরা আন্দোলনে যোগ দিতে পারছেন না। জানা গিয়েছে, দেব এই মুহূর্তে কোনও শ্যুটিং-এর জন্য বাইরে যাননি। তবে ছবির কাজ চলছে। এমনিতেও বড় সমাবেশ বা নিজের সংসদীয় এলাকার অনুষ্ঠানে ছাড়া কোনও আন্দোলনে অংশ নেন না দেব। একই ভাবে মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায় বয়সের কারণে কোনও আন্দোলনে বিশেষ যোগ দেন না। সভা-সমিতিতেও কম আসেন। এমনকী, সংসদেও তিনি কমই যান। সংসদে যাওয়ার ব্যাপারে অন্যান্য তারকা সাংসদদের তুলনায় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে মুনমুন সেন। তবে এখন পায়ের সমস্যার জন্য তিনি গৃহবন্দি। তাই দলের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দিতে পারেননি। যদিও এর আগে সে ভাবে কোনও আন্দোলন কর্মসূচিতে তাঁকে যোগ দিতে দেখা যায়নি। তিন তারকা সাংসদের অনুপস্থিতির এই যুক্তি নিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের দলের মধ্যেই নানা জল্পনা তৈরি হয়েছে। এক নেতার বক্তব্য, এঁরা হচ্ছেন দলের গয়না। বসন্তের কোকিল। কঠিন সময়ে এঁদের সঙ্গে পাওয়ার আশা করতে নেই। দলের প্রবীণ সাংসদরা দিল্লিতে গিয়ে যে ভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছেন সেখানে দেব, সন্ধ্যা, মুনমুনদের অনুপস্থিতিতে স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন তৈরি করেছে। অনেকই আড়ালে বলছেন, তাপস পাল গ্রেফতার হওয়ার পরে যে ভাবে রোজ ভ্যালি কাণ্ডে চলচ্চিত্র জগতের যোগাযোগের কথা উঠে আসছে সেখানে গোটা টলিউডই উদ্বিগ্ন। সেখানে তৃণমূল কংগ্রেস তারকা সাংসদরাও অস্বস্তিতে রয়েছেন। আর/১৭:১৪/০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iejgIc
January 06, 2017 at 12:20AM
05 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top