মোদির ডিজিটাইজেশনের প্রশংসা করলেন সুন্দর পিচাই

উত্তরবঙ্গ সংবাদ ওয়েব পোর্টাল, দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে মনে করেন গুগলের সিইও সুন্দর পিচাই। ২০১৫ সালে থেকে গুগলের দায়িত্ব নেওয়ার পর আজ আইআইটি খড়গপুরে নিজের বক্তব্য রাখতে আসেন এই প্রাক্তনী।

তিনি বলেন, ‘ডিমনিটাইজেশনের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। বিশ্বের অনেক দেশই চালু করতে পারেনি ডিজিটাল লেনদেন। এক্ষেত্রে মোদির এই পদক্ষেপ নিঃসন্দেহে আগামী কয়েক বছরের জন্য প্রযুক্তিগত ভাবে ভারতকে অনেক এগিয়ে দিয়েছে। ভারতে প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। আগামী ৫-১০ বছরে বহুজাতিক সফটওয়্যার সংস্থা শুরু হবে ভারতেই।’

এদিন তিনি মোবাইলের প্রয়োজনীয়তার কথা বলেন। এছাড়া ডিজিটাইজেশনকে যাতে প্রাথমিক ধাপে দেশের সাধারণ মানুষ সমর্থন করতে পারে তার জন্য স্মার্ট ফোনকে সস্তা করার কথাও বলেন তিনি। আরও বলেন, ‘একটা ফোন সমস্ত দুনিয়াকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সবটাই হয়েছে প্ল্যাটফর্ম সিফটের কারণে। তবে বেশিরভাগ মানুষই এই ব্যবস্থা সম্পর্কে অবহিত নয়। ডিমনিটাইজেশনের ক্ষেত্রে যদি গুগল কোনো সাহায্য করতে পারে তাহলে আমরা কৃতজ্ঞ হব।’



from Uttarbanga Sambad http://ift.tt/2jdHhmJ

January 05, 2017 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top