ভারত-বাংলাদেশ সীমান্তে শীঘ্রই বসানো হবে লেজার প্রাচীর এবং উন্নতমানের সেন্সর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ সন্ত্রাস রুখতে শীঘ্রই ভারত-বাংলাদেশ সীমান্তে বসানো হবে লেজার প্রাচীর এবং উন্নতমানের সেন্সর। জানা গিয়েছে, নদীপাড় সংলগ্ন এবং জনমানবহীন এলাকাগুলিতে বসানো হবে লেজার প্রাচীর এবং উন্নতমানের সেন্সর।

বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিক জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে একটি প্রকল্প শুরু হবে। কোথায়, কীভবে ওই লেজার প্রাচীর বসানো হবে, তা দেখতে শীঘ্রই হাজির হবেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় সরঞ্জাম হাতে এলেই এই কাজ শুরু হবে। এই কাজ আগামী বছরে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএসএফ আধিকারিকদের মতে, নদীপাড় এবং জনমানবহীন এলাকা দিয়ে আগে প্রায়ই জঙ্গি ও রাষ্ট্র-বিরোধীরা পারাপার করেছে। এই ধরনের ব্যবস্থার কথা আগে হলেও তা কার্যকর হয়নি বলে জানান এক বিএসএফ আধিকারিক।

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪,০৯৬ কিলোমিটার এবং এর মধ্যে ২,২১৬ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iwLykq

January 01, 2017 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top