ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫ উপজেলায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। রোববার চাঁপাইনবাবগঞ্জের সকল সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও ইবতেদায়ী মাদ্রাসা ও দাখিল মাদ্রাসায় একযোগে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া নতুন বইয়ে খবর জানাছেন আমাদের শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট প্রতিবেদকরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলাব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি চাঁপাইনবাবগঞ্জের সরকারী কৌসুলী আনোয়ার হোসেন ডলার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক প্রমূখ। পরে সকাল সাড়ে ১০টায় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে জেলাব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীম, জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ , হরিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম প্রমূখ।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়েও উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তোফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অবিভাবকগণ।
শংকরবাটী হেফজুল কামিল মাদ্রাসাঃ
শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে ১ জানুয়ারী বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। সকালে মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান আলীর সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
নবাবগঞ্জ মহিলা কামিল মাদ্রাসাঃ চাঁপাইনবাবগঞ্জ মহিলা কামিল মাদ্রাসার আয়োজনে সকালে অধ্যক্ষ এম এ কাফির সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ
ব্যাপক উৎসব মুখর পরিবেশে রোববার বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ৯ বিজিবির অধিনায়ক লে.ক আবুল এহসান এ বই বিতরনের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ , সহকারী শিক্ষক মোসাঃ নুরুন নাহারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ২৫ লক্ষ ৭ হাজার ৬’শ ৪১টি বই বিতরণ করা হচ্ছে, এর মধ্যে মাধ্যমিকে ১৭ লক্ষ ৬ হাজার ৪’শ ৪১, দাখিলে ৫ লক্ষ ৩২ হাজার ২’শ ১৬, এবতেদায়ী পর্যায়ে ২ লক্ষ ৩৭ হাজার ৭’শ ৯৪, এসএসসি ভোকেশনালে ২৯ হাজার ৭’শ ৫০, দাখিল ভোকেশনালে ১ হাজার ৪’শ। প্রাথমিক পর্যায়ে জেলায় ১০ লক্ষ ৮ হাজার ৯৯টি বই সরবরাহ করা হয়েছে।
শিবগঞ্জে
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নতুন বছরের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনামূল্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব-২০১৭’ এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
রোববার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আবদুল মজিদ, আবদুল মান্নান, আবু বক্কর সিদ্দিক, মডেল স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সিরাজউদ্দৌলা প্রমূখ।
উলে¬খ্য, এবছর উপজেলার ৬শ’ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
নাচোলে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে । সকালে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। বেলা ১১টায় নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদ ওয়াসিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান বাবু । পরে বেগম মহসীন ফাজিল মাদ্রাসা,নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে, নাচোল ১নং ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়,নেজামপুর আলিম মাদ্রাসা, ও উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। এসময় শিক্ষাকর্মকর্তা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলাহাটে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে বই বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য পিয়ারজাহান ও মহিলা সদস্য হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, মাজহারুল ইসলাম পুতুল ও মশফিকুল ইসলাম তারাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং সুধীজনেরা-অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার তাঁতীপাড়া, কানারহাট মডেল, মুন্সিগঞ্জ, বজরাটেক, খালেআলমপুর, গোহালবাড়ী, পোল্লাডাঙ্গা, ইমামনগরসহ মোট ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় একই সময়ে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীরা
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গ্রামবাসীর উপস্থিতিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্রভ’মির গহিনে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি সুরেন কোল টুডু, মাধব কোল হাঁসদা, দেবেন কোল হাঁসদা, প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস।
হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বাড়ি ফেরার পথে হৈ-হুল্লোর, লাফালাফি, এ ওর ঘাড়ে উঠে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। বাড়ি যাবার আগেই কেউ কেউ আবার খড়ের গাদায় বসে নতুন বইয়ের পাতা উল্টে দেখে নেয় বইয়ের কোথায় কি আছে।
চতুর্থ শ্রেণির শুভ কোল মুরমু বলে, ‘আইজ হামরা খুব খুশি। বাড়ি য্যাইয়্যা পাতা উল্টিয়্যা সব বইই দেখবো।’
বিষন্ন দেখা যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। এদের মধ্যে সিপান্ত কোল টুডু বলে, ‘আইজ হামাদের একটুকানোও ভালো লাগছে না। সবাই বই পাইলো, হামরা পাইনুনা। সবাই একসঙ্গে বই না পাইলে ভাল্লাগে?’
তাঁদের সান্তনা দিতে দেখা যায় প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসকে। তিনি এদের বলেন, ‘তোমাদের হাতে কালই বই এনে দিব।’ তখন তাঁদের গোমড়া মুখে এক চিলতে হাসি দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৭
সকালে চাঁপাইনবাবগঞ্জের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলাব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি চাঁপাইনবাবগঞ্জের সরকারী কৌসুলী আনোয়ার হোসেন ডলার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক প্রমূখ। পরে সকাল সাড়ে ১০টায় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে জেলাব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীম, জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ , হরিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম প্রমূখ।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়েও উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তোফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অবিভাবকগণ।
শংকরবাটী হেফজুল কামিল মাদ্রাসাঃ
শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে ১ জানুয়ারী বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। সকালে মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান আলীর সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
নবাবগঞ্জ মহিলা কামিল মাদ্রাসাঃ চাঁপাইনবাবগঞ্জ মহিলা কামিল মাদ্রাসার আয়োজনে সকালে অধ্যক্ষ এম এ কাফির সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ
ব্যাপক উৎসব মুখর পরিবেশে রোববার বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ৯ বিজিবির অধিনায়ক লে.ক আবুল এহসান এ বই বিতরনের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ , সহকারী শিক্ষক মোসাঃ নুরুন নাহারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ২৫ লক্ষ ৭ হাজার ৬’শ ৪১টি বই বিতরণ করা হচ্ছে, এর মধ্যে মাধ্যমিকে ১৭ লক্ষ ৬ হাজার ৪’শ ৪১, দাখিলে ৫ লক্ষ ৩২ হাজার ২’শ ১৬, এবতেদায়ী পর্যায়ে ২ লক্ষ ৩৭ হাজার ৭’শ ৯৪, এসএসসি ভোকেশনালে ২৯ হাজার ৭’শ ৫০, দাখিল ভোকেশনালে ১ হাজার ৪’শ। প্রাথমিক পর্যায়ে জেলায় ১০ লক্ষ ৮ হাজার ৯৯টি বই সরবরাহ করা হয়েছে।
শিবগঞ্জে
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নতুন বছরের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনামূল্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব-২০১৭’ এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
রোববার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আবদুল মজিদ, আবদুল মান্নান, আবু বক্কর সিদ্দিক, মডেল স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সিরাজউদ্দৌলা প্রমূখ।
উলে¬খ্য, এবছর উপজেলার ৬শ’ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
নাচোলে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে । সকালে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। বেলা ১১টায় নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদ ওয়াসিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান বাবু । পরে বেগম মহসীন ফাজিল মাদ্রাসা,নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে, নাচোল ১নং ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়,নেজামপুর আলিম মাদ্রাসা, ও উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। এসময় শিক্ষাকর্মকর্তা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলাহাটে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে বই বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য পিয়ারজাহান ও মহিলা সদস্য হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, মাজহারুল ইসলাম পুতুল ও মশফিকুল ইসলাম তারাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং সুধীজনেরা-অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার তাঁতীপাড়া, কানারহাট মডেল, মুন্সিগঞ্জ, বজরাটেক, খালেআলমপুর, গোহালবাড়ী, পোল্লাডাঙ্গা, ইমামনগরসহ মোট ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় একই সময়ে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীরা
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গ্রামবাসীর উপস্থিতিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্রভ’মির গহিনে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি সুরেন কোল টুডু, মাধব কোল হাঁসদা, দেবেন কোল হাঁসদা, প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস।
হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বাড়ি ফেরার পথে হৈ-হুল্লোর, লাফালাফি, এ ওর ঘাড়ে উঠে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। বাড়ি যাবার আগেই কেউ কেউ আবার খড়ের গাদায় বসে নতুন বইয়ের পাতা উল্টে দেখে নেয় বইয়ের কোথায় কি আছে।
চতুর্থ শ্রেণির শুভ কোল মুরমু বলে, ‘আইজ হামরা খুব খুশি। বাড়ি য্যাইয়্যা পাতা উল্টিয়্যা সব বইই দেখবো।’
বিষন্ন দেখা যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। এদের মধ্যে সিপান্ত কোল টুডু বলে, ‘আইজ হামাদের একটুকানোও ভালো লাগছে না। সবাই বই পাইলো, হামরা পাইনুনা। সবাই একসঙ্গে বই না পাইলে ভাল্লাগে?’
তাঁদের সান্তনা দিতে দেখা যায় প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসকে। তিনি এদের বলেন, ‘তোমাদের হাতে কালই বই এনে দিব।’ তখন তাঁদের গোমড়া মুখে এক চিলতে হাসি দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2iTkl8e
January 01, 2017 at 09:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন