উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ যারা নিয়মিত বিমানে চড়েন, তাঁদের মধ্যে অধিকাংশ যাত্রীই মাঝ আকাশে থাকার সময় আতঙ্কে ভোগেন। যদি বিমান ভেঙে পড়ে! বিমানবন্দরে না নামা পর্যন্ত এই আশঙ্কা তাঁদের বুকের গভীরে দানা বেঁধে থাকে। তাঁদের জন্য সুখবর। বিমান দুর্ঘটনার দিন অবশেষে শেষ হয়ে আসছে। এমন অনেকেই আছেন যারা চাকরি বা ব্যবসার খাতিরে ৩৬৫ দিনের মধ্যে অন্তত ২০০ দিনই বিমানে উঠতে হয়, তাঁরা তো স্বস্তি পাবেনই। দুশ্চিন্তামুক্ত হবেন তাঁদের পরিবারও।
খবরে প্রকাশ, ইউক্রেনের ইঞ্জিনায়াররা দাবি করেছেন, ভবিষ্যতে প্লেন ক্র্যাশ করলেও সেই বিমানের যাত্রীরা সুরক্ষিত থাকবেন। সেই প্রযুক্তি তারা বানিয়ে ফেলেছেন।
কীভাবে বাঁচবেন যাত্রীরা? জানা গিয়েছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি হলে বা অন্য কোনো কারণে বিমান ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হলে, তত্ক্ষনাৎ যাত্রীদের কেবিনটি প্লেনের ইঞ্জিন সহ মূল কাঠামো থেকে আলাদা হয়ে যাবে। খুলে যাবে প্যারাশ্যুট। কেবিনটি শুকনো ডাঙায় হলে একরকম ভাবে ল্যান্ড করবে আবার জলে গিয়ে পড়লে যাতে ডুবে না যায়, সেই ব্যবস্থাও থাকছে। তারপর ধীরে সুস্থে ওই কেবিনের যাত্রীরা বেরিয়ে আসতে পারবেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2j7RNZD
January 13, 2017 at 07:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন