ব্যতিক্রমী বিশ্বরেকর্ড

বর্তমানে ফ্যাশনের অঙ্গ হিসাবে সারা বিশ্বে যার কদর সবচেয়ে বেশি, সে-সম্পর্কে কমবেশি সকলেই অবগত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা ট্যাটুর কথাই বলছি। খেলোয়াড় থেকে অভিনেতা, স্কুল-কলেজ পড়ুয়া-কে নেই এই তালিকায়! তবে মেলবর্নের এক পৌঢ় দম্পতি সম্প্রতি যে-কাণ্ড করেছেন, তা এককথায় নজিরবিহীন। চারলট গুটেনবার্গের বয়স ৬৭। তিনি তাঁর শরীরের প্রায় ৯১.৫ ভাগ অংশই আর্টস্টিক ট্যাটু করিয়েছেন। তাঁর স্বামী ৭৫ বছরের চার্লস হেমলক প্রায় ৯৩.৭৫ ভাগ অংশে ট্যাটু করিয়েছেন! ভাবা যায়! সম্প্রতি চারলট ও চার্লস, দু’জনের নামই গিনেজ রেকর্ডে উঠেছে। বলাবহুল্য, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই পৌঢ় দম্পতি এখন বিশ্বের তামাম ট্যাটুপ্রেমীর আইকন হয়ে উঠেছেন!



from Uttarbanga Sambad http://ift.tt/2iknYYS

January 13, 2017 at 07:47PM
13 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top