ভোলাহাট তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য ❀ এবারও তারা সেরা

সারা দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ আনুষ্ঠানিক ভাবে ২৯ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। আর প্রকাশিত ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ ও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে এ বছরও ১ম স্থানটি ধরে রেখেছে তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ১শত ১৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে ৪৩জন জিপিএ-৫ পেয়েছে। এ ফলাফল উপজেলার অন্য স্কুলগুলো করতে পারেনি। ভালো ফলাফল করার ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রিজিয়া খাতুন জানান, স্কুলের শিক্ষকেরা নিয়মিত পাঠদানসহ অতিরিক্ত ক্লাশ নিয়েছেন। অপরদিকে পড়া-লেখার মানন্নোয়ন করতে মা সমাবেশ করা, ম্যানেজিং কমিটি ও অবিভাবকগণ তাদের শিশুদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাটায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যেও স্কুলটি ২য় স্থান লাভ করেছে। এদিকে গত বছরও এ স্কুলটি সেরা অবস্থানে ছিলো বলে জানান। এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার আব্দুল গণির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তেলীপাড়া স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকেরা পরিশ্রম করেছেন যার কারণে ফলাফল ভালো হয়েছে বলে জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০২-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2iHuTbf

January 02, 2017 at 10:00PM
02 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top