খালঘাট গোরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কৃতি সন্তান ছানা

এক সময়ের তুখোড় ছাত্রনেতা, চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান, হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলার রহমান ছানা’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জের খাল ঘাট গোরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। 
রোববার সন্ধ্যায় ঢাকায় নিহত বিচারপতি বজলার রহমান ছানার প্রথম নামাজে জানাজা সোমবার সকালে ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ দুপুরে হেলিকপ্টারযোগে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের পুরাতন বাজারস্থ গোয়ালপাড়ার বাড়িতে। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পরেন আত্মীয় স্বজন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ এলাকার সাধারণ মানুষ। গোয়ালপাড়ার বাড়িতে মরদেহ কিছুক্ষণ থাকার পর তা নিয়ে যাওয়া হয় খালঘাট সেন্ট্রাল ঈদগাহ ময়দানে।

সেখানে হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্টার অরুণাভ চক্রবর্তী, জেলা ও দায়রা জজ এনামুল বারীর নেতৃত্বে জেলা জজশিপ, জেলা প্রশাসক মাহমুদুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, টিএম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এসময় বিচারপতি ছানার প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য

রাখেন, জেলা ও দায়রা জজ এনামুল বারী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুরুল হোদা, প্রয়াত ছানার ছোট ভাই আতাউর রহমান ও সন্তান মিম সামি রহমান ।
বিকেল সাড়ে চারটায়  নামাজে জানাজ
অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবির, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, চাঁপাইনবাবঞ্জ জেলা ও দায়রা জজ এনামুল বারী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহম্মেদ শামীম, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান রুহুল আমীন, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুরুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল হক, পিপি এ্যাড. জোবদুল হক, জিপি এ্যাড. আনোয়ার হোসেন ডলার, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি এরফান আলী, সাবেক ছাত্রলীগ নেতা এমরান ফারুক মাসুম, মাহফুজুর রহমান বেঞ্জু, গোলাম শাহনেওয়াজ অপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ইমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবন্দ ও নানান শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয় বজলার রহমান ছানাকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০১-১৬


from Chapainawabganjnews http://ift.tt/2hJZU1n

January 02, 2017 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top