কলকাতা, ১৪ জানুয়ারি- যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে টেনে আনলেন রোজভ্যালি প্রসঙ্গ। শুক্রবার বারাসতের কাছারি ময়দানে অনুষ্ঠানের উদ্বোধনে তিনি রীতিমতো বিদ্রোহীর কন্ঠেই বলেন দেশের ৫০ জন ধনবানের সুবিধা করতে গিয়ে গোটা দেশকেই পথে বসিয়েছেন মোদী। সুইস ব্যাঙ্ক থেকে কালোটাকা উদ্ধারের যে কথা মোদী বলেছিলেন তা তিনি কেন সফল করতে পারলেন না, সে প্রশ্নও তোলেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, নিজস্ব কোনও সুবিধা চাইনি। মানুষের সুবিধা করতে লড়াই করেছিলাম। আর তার জন্য আমাদের গ্রেফতার করা হচ্ছে। মমতা এদিন ফের জানান, সংসদে দাঁড়িয়ে নোটবাতিলের বিরুদ্ধে অভিজ্ঞ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন। তাপস পাল শিল্পী। তাঁকে অনুষ্ঠানের জন্য যে কেউ ডাকতে পারে। তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। অথচ মোদীর দলের শিল্পীরা অন্যায় করলেও সাত খুন মাফ হবে। এর পরেই রীতিমতো হুমকির সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সমস্তকিছু কড়ায় গন্ডায় আদায় করব। নরেন্দ্র মোদী জেনে রাখুন, মানুষ সব হিসাব বুঝে নেবে। এর পাশাপাশি ক্ষিপ্ত মমতা টেনে আনেন রোজভ্যালির সঙ্গে এলআইসি-র সম্পর্কের কথা। ২০০০২ সাল থেকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এলআইসি-র কর্পোরেট এজেন্ট হিসাবে কাজ করেছিল রোজভ্যালি। বহুবার সেরা কর্পোরেট এজেন্টের সম্মানও পেয়েছিল রোজভ্যালি। কিন্তু, ২০১২ সালে সেবি রোজভ্যালির কালেক্টিভ স্কিম নিয়ে আপত্তি তুললে আস্তে আস্তে এলআইসি ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে দেয়। এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবসায়িক সম্পর্ককে টেনে আনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রোজভ্যালি যদি অন্যায়ভাবে বাজার থেকে টাকা তুলে থাকে, তাহলে তার সঙ্গে কি এলআইসি-র আর্থিক লেনদেনকে কেন ছাড় দেওয়া হবে। কেন তদন্ত হবে না এ ব্যাপারে। রোজভ্যালি থেকে সুদীপ, তাপসরা লাভবান হয়েছেন কি না এটা তো প্রমাণ হওয়ার আগেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। এলআইসি তো কেন্দ্রীয় সংস্থা। এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনেই আসে। তা হলে, লাভবান তত্ত্বে কেন গ্রেফতার হবেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী? গোটা বিষয়টির তদন্ত করা হোক। এই দাবি তোলেন মমতা। সেইসঙ্গে তিনি জানান, তাঁর আনা অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হলে তিনি সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নেবেন। যাত্রা উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি গ্রেফতার বরণ করতেও প্রস্তুত। তিনি বলেন, প্রতিবাদ চলবে, আন্দোলন হবে। আমাকে সহ সমস্ত এমপি, এমএল-কে জেলে পুরুন। পারলে বড় করে জেল বানান। মানুষই সেই জেল ভেঙে আমাদের বের করে নিয়ে যাবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iqC5XE
January 14, 2017 at 08:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন