মুম্বাই, ১৩ জানুয়ারি- শুক্রবার মৃত্যু হয়েছে অভিনেতা ওম পুরীর। কিন্তু সেই মৃত্যুকে ঘিরে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। কারণ তাঁর ময়না তদন্তের রিপোর্ট। ওম পুরীর ময়না তদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে মৃত্যু কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। লেখা হয়েছে মৃত্যুর কারণ অজানা। ফলে মনে করা হচ্ছে ওম পুরীর মৃত্যু স্বাভাবিক নয়। এনিয়ে মুম্বই পুলিশ একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোট দাখিল করেছে। পাশাপাশি তদন্তও শুরু করেছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে মৃত্যুর রাতে শুতে যাওয়ার আগে ওম পুরী মদ্যপান করেছিলেন। একথা মাথায় রেখে তাঁর বসার ঘরের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার চিন্তা করছে পুলিশ। অভিনেতার গাড়ির চালক ও পরিচারককে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। শুক্রবার ভোর ওম পুরী হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা হয় কুপার হাসপাতালে। হাসপাতাল সূত্রে সংবাদ মাধ্যমের খবর, ওমের মাথায় হালকা একটি আঘাতের চিহ্ন রয়েছে। মেঝেতে পড়ে যাওয়ার জন্য ওই আঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে। অভিনেতার পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে। মাথার ওই আঘাতের কারণে ওমের মৃত্যু হয়েছে বলে মনে করেন না হাসাপালের চিকিৎসকরা। আর/১০:১৪/১৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jKqrMr
January 13, 2017 at 03:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন