জাল্লিকাট্টুর সমর্থনে অনশনে বসছেন রহমান, বিশ্বনাথন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ পোঙ্গলের প্রাচীন রীতি অনুযায়ী জাল্লিকাট্টু (ষাড়ের দৌড়) অপরিহার্য অঙ্গ। এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিমকোর্ট। এর বিরুদ্ধে গত সোমবার থেকেই চেন্নাই, তামিলনাড়ু সহ গোটা দক্ষিণ ভারতে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।

বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনিরসিলভাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলেন জাল্লিকাট্টু চালু করার। তিনি আশ্বাস দিয়েছেন রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপকে সমর্থন করবে কেন্দ্র।

কিন্তু এই বার্তার পরও থামানো যায়নি বিভিন্ন জায়গায় গড়ে ওঠা ধর্মধট, অনশন, প্রতিবাদ। শুক্রবার এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সরব হয়েছেন বিশ্ববিখ্যাত ভারতীয় দাবারু বিশ্বনাথন আনন্দ, সঙ্গীত শিল্পী এ আর রহমান, রাঘব লরেন্স, কমল হাসান, রজনীকান্ত সহ দক্ষিণ ভারতের একঝাঁক তারকা। প্রবাসী তামিলরাও সমর্থন করছে এই আন্দোলনকে।

প্রসঙ্গত, ২০১৪ সালে পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস জালিকাট্টু বন্দের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর তরফে এই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানানো হলে তা বাতিল হয়ে যায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2k8GX4Z

January 20, 2017 at 09:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top