সদর দক্ষিণ প্রতিনিধি ● কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ইউএনও রূপালী মন্ডলের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুয়াগাজী স্কুলের এসএসসি পরীক্ষার্থী রিমা আক্তার (১৫)। বাল্য বিয়ে দেয়ার দায়ে কনের বাবা তাজুল ইসলামকে ২০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল।
জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার সংলগ্ন উলুইন গ্রামের তাজুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিমা আক্তার (১৫) কে জোড়পূর্বক ভাবে এক প্রবাসী ছেলের সাথে বিয়ের দিন ধার্য্য করে।বাল্য বিয়ের দেয়া হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, সদর দক্ষিণ মডেল থানার এস আই সহিদার রহমান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে কনের বাড়ীতে গিয়ে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়া ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী রিমা আক্তারের বাল্য বিয়ে বন্ধ করে দেয়।
অপ্রাপ্ত বয়সে জোড়পূর্বক ভাবে রিমা আক্তারকে বাল্য বিয়ে দেয়ার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯সালের ৬(১)ধারায় কনের বাবা তাজুল ইসলামকে ২০দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল।
The post সদর দক্ষিণে ইউএনও রূপালী মন্ডলের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kaEsn4
January 20, 2017 at 09:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন