নিজস্ব প্রতিবেদক ● লাকসাম দৌলতগঞ্জ বাজারের ৩টি পাইকারী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বেসিসের স্ট্যান্ডিং কমিটি অন মেম্বার ওয়েলফেয়ারের চেয়ারম্যান ও রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান লাকসামের কৃতি সন্তান দেলোয়ার হোসেন ফারুক।
তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ভেঙ্গে না পড়ে নতুন উদ্যমে পুনরায় ব্যবসা শুরু করার আহবান জানান। এছাড়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঠিক তালিকা প্রনয়ন করে প্রধানমন্ত্রী নিকট তাদের ক্ষতিপুরণে জন্য আবেদন করতে স্থানীয় সাংসদের প্রতি অনুরোধ জানান।
দেলোয়ার হোসেন ফারুক অগ্নিকান্ড নিয়ন্ত্রনের সহায়তাকারী উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্র দৌলতগঞ্জ বাজারের ৩টি পাইকারী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাত ১১টার দিকে দৌলতগঞ্জ বাজারের মনোহরী পট্টী, স্বর্ণ পট্টী ও কাপড়িয়া পট্টির প্রায় দেড় শতাধিক পাইকারী দোকান ঘর সম্পূর্ন ভূস্মিভূত হয়। এতে ক্ষয়ক্ষতি ৫শ’ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশংকা করছেন ব্যবসায়ীরা।
The post লাকসামে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানালেন ফারুক appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jklQwQ
January 22, 2017 at 10:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন