২য় বিভাগ ফুটবল লীগে মুনলাইট চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ২য় বিভাগ ফুটবললীগ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা ছিল। পরে ট্রাইবেকারে মুনলাইট স্পোটিং ক্লাব ৩-২ গোলে প্রভাতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২য় বিভাগ ফুটবললীগ প্রতিযোগিতায় জেলার মোট ১৬টি দল অংশ নেয়। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ এর স্ত্রী জেবুন নেসা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, ইকবাল মনোয়ার খান চান্না, সফিকুল আলম ভোতা, সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহ সদস্য হুমায়ন কবির লুকু, আহসান হাবিব মিন্টু, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি, মাহফুজুর রহমান লোটন, সহ-সভাপতি, ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামীলীগ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ওয়ারেছ আলী মিয়া।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১২-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2iLrS9p

January 12, 2017 at 04:56PM
12 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top