পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা সেভিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেও কোপা দেল রের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পরেও ম্যাচের শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়ায় রিয়াল। আর এতেই স্প্যানিশ ফুটবলে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। লুইজ ডি সিলভারের ভুলে প্রথম গোলের স্বাদ পায়। পরবর্তীতে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেভিয়া। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে মার্কো আসেনসিওর গোলে সমতায় ফেরে রিয়াল। তবে ৫ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় সেভিয়া। স্টিভান জোভেটিকের গোলে আবারো লিড নেয় সেভিয়া। ৭৭ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান ভেসেন্তে ডিলা ফন্তে। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে সেভিয়াকে তৃতীয় গোলের স্বাদ এনে দেন স্পেনের এ মিডফিল্ডার। কিন্তু ৮৩ মিনিটে ক্যাসিমিরোকে ডি বক্সের ভিতরে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় রিয়াল। সার্জিও রামোস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নিয়ে যায় রিয়ালকে। তবে নির্ধারিত ৯০ মিনিটে ৩-২ গোলে এগিয়ে ছিল সেভিয়া। রেফারি ৩ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। যোগ হওয়া সময়ে বদলি হিসেবে নামা বেনজামার দূর্দান্ত গোলে পরাজয় এড়ায় রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, এ ড্রয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করলো স্প্যানিশ জায়ান্টরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো রিয়াল মাদ্রিদ। আর/১০:১৪/১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jdiwGI
January 13, 2017 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top