মন্ট্রিয়ল, ১৯ জানুয়ারি- নদীমাতৃক দেশের হাওয়ায় বড় হওয়া প্রবাসীদের মন এই বিদেশ ভূমিতে পড়ে থাকে জলে-স্থলে। তাদের মনে ভেসে বেড়ায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লিগীতি, জারি, সারিসহ লালন, হাসন, জালাল, শাহ আবদুল করিমের বাউল-মরমি গানের বাণী ও সুর। তবে কংক্রিটের শহর মন্ট্রিয়েলে এই মেঠো সুরের গান শোনার সুযোগ সীমিত। তাই এখন থেকে প্রতি বছরই মন্ট্রিয়েল-ভ্যাঙ্কুভারসহ কানাডার বিভিন্ন শহরে লোকসংগীতের অনুরাগীদের কাছে দারুণ খবর নিয়ে কানাডায় এবার বাংলা নববর্ষ শুরু হচ্ছে বাংলাদেশ লোকসংগীত উৎসবের প্রথম আসর দিয়ে। আগামী ১৫ এপ্রিল মন্ট্রিয়ল থেকে শুরু হবে আয়োজনটি। উৎসবে গাইবেন দেশ ও বিদেশের সংগীতশিল্পীরা। বাংলাদেশ থেকে এবারের উৎসবে উড়ে আসছেন শিল্পী শফি মণ্ডল। তিনি ফকির লালন শাইজির বাণী পরিবেশন করেন ও বাংলাদেশের একজন প্রথম সারির সুফি সাধক লালন বাউল শিল্পী। শফি মণ্ডল এসব দেখি কানার হাট বাজার, রাত পোহালে পাখি বলে, বাড়ির কাছে আরশীনগর, সবাই বলে লালন ফকির, মন আমার দেহ, জাত গেল জাত, খোদা রয় আদম, খ্যাপারে কেন খুঁজিস মনের মানুষ, ওরে মন হ্রদয় পিঞ্জরে, সোনা বন্ধুরে আমি তোমার লইয়া কান্দি, আমার একটা নদী ছিল, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায় ইত্যাদি গান গেয়ে দেশে ও বিদেশে জনপ্রিয়তা পেয়েছেন। উৎসবের সব প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত হয়েছে। আসন্ন লোকসংগীত আয়োজনে বাংলাদেশ ছাড়াও কানাডা, ভারত ও অন্যান্য মাল্টিকালচারাল দেশ থেকেও অংশগ্রহণ করবেন শিল্পীরা। মন্ট্রিয়েলে প্রথম আয়োজন বাংলাদেশ ফোক ফেস্ট-কানাডা (বাংলাদেশ লোকসংগীত উৎসব-কানাডা ২০১৭) বাংলাদেশে ও কানাডার বাউল শিল্পীরা পারফর্ম করতে যাচ্ছেন। বাউল শফি মণ্ডল ছাড়াও কানাডার ক্যালগেরি থেকে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুফি বাউল শিল্পী মাইকেল প্রশান্ত জন। পর্যায়ক্রমে অন্য সকল সেরা লোকসংগীত শিল্পীদের নাম প্রকাশ করা হবে। এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল বাংলাদেশি-কানাডিয়ান কাউন্সিল (এনবিসিসি)। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে গান। বিস্তারিত জানতে ভিজিট করুন http://ift.tt/2k2sVBX



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jzPnpy
January 19, 2017 at 05:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top