ঢাকা, ২২ জানুয়ারি- প্রেমিক নাসরিন সুলতানার দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের স্পিনার আরাফাত সানিকে। আজ রোববার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন। তিনি জানান, তার বান্ধবী নাসরির সুলতানার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানা থেকে আদালতে নেয়া হবে বলে জানান ওসি। তিনি জানান, নাসরির সুলতানা মোহাম্মদপুরের কাটাসুর এলাকার বাসিন্দা। তিনি আরাফাত সানির ঘনিষ্ট বান্ধবী। অনেক দিন পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসরিনের অশ্লিল ছবি পোস্ট করার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ভাবে ব্ল্যাক মেইল করার চেষ্ট করেছিলেন সানি। এ ঘটনায় নাসরির সুলতানা একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আম্পায়াররা। ১২ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এর পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। পরবর্তিতে ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে আরাফাত সানি অ্যাকশনের পরীক্ষা দেন। সেখানে তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রতীয়মান হয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jaZYpY
January 22, 2017 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top