উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হায়দরাবাদঃ বর্তমানে মেটাল সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রান্সপারেন্ট সিলিন্ডার আনার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এই বছরেই হায়দরাবাদে ব্যাবহার হতে পারে এই স্বচ্ছ সিলিন্ডার। তবে ই জায়গায় পাইলট প্রকল্প চালু হলে দেশের অন্যান্য জায়গাতেও পাওয়া যাবে এই স্বচ্ছ সিলিন্ডার।
এই সিলিন্ডারের মধ্যে হালকা নীল রঙের গ্যাস ভরা থাকবে। এই সিলিন্ডার স্বচ্ছ হওয়ায় ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন সিলিন্ডারে কত পরিমাণ গ্যাস আছে এবং ব্যবহারের পর তা কতটা রইল। এর ফলে গ্যাস চুরি আটকানো যাবে। সাধারণ মেটাল সিলিন্ডারের দাম অন্ধ্রপ্রদেশে কমপক্ষে ১৪০০ টাকা, সেখানে এই ধরনের ট্রান্সপারেন্ট সিলিন্ডারের দাম পড়বে তিন হাজার টাকা।
from Uttarbanga Sambad http://ift.tt/2j0324L
January 22, 2017 at 01:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন