ঢাকা, ২৩ জানুয়ারি- এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ভালো গল্পের যে কোন কিছুই করতে রাজি তিনি। সেটা মডেলিং হোক কিংবা অভিনয়। হতে পারে সামাজিক কর্মকান্ড। বছরের শুরু থেকেই অনেক অভিনয়শিল্পী নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনয়ে। কিন্তু এদিক দিয়ে সুজানা একটু ব্যতিক্রম। নতুন বছরের এতদিন পার হয়ে গেলেও এখন অভিনয়ে নিয়মিত হতে পারেনি তিনি। ছোট বেলা থেকেই সামাজিক কর্মকান্ডে নিজেকে মেলে দিয়েছেন সুজানা। সেই সামাজিক কর্মকান্ডের জন্যই তিনি এখনও অভিনয়ে নিয়মিত হননি। বর্তমানে চলছে শীতকাল। এই জন্যই তিনি ও তার দল ইটস হিউম্যানেটি ফাউন্ডেশন (আই এইচ এফ) এর পক্ষ থেকে দেশের সমস্ত শীত প্রবণ এলাকায় কম্বল বিতরন করেছেন। কিছুদিন আগেও বাংলাদেশের বেশ কয়েটি জেলায় শীতবস্ত্র বিতরন করে এসেছেন তিনি। এ তো গেল তার সামাজিক কর্মকান্ডের কথা। আগামী ১ অথবা ২ ফেব্রুয়ারি তিনি যাচ্ছেন দেশের বাইরে। ফিরবেন প্রায় দশদিন পর। তারপর আবার কিছুদিন বিশ্রাম নিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পর অভিনয়ে ফিরবেন তিনি। অনেক কাজের প্রস্তাব থাকলেও তিনি সামাজিক কর্মকান্ড ও ব্যক্তিগত কাজের জন্য নাটক কিংবা অন্য মিডিয়ার কাজে নিজেকে সম্পৃক্ত করছেন না আপাতত। আর/১৭:১৪/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jPPRHE
January 24, 2017 at 12:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top