উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ১ ফেব্রুয়ারিতেই পেশ হচ্ছে সাধারণ বাজেট। আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলা ৫টি রাজ্যে ভোটকে কেন্দ্র করে বাজেট পিছনোর দাবিকে আজ পরিস্কার নাকজ করল শীর্ষ আদালত।
জানা গিয়েছে গত সপ্তাহেই অর্থ দপ্তর শুরু করে দিয়েছে বাজেটের নথি ছাপানোর কাজ।
পার্লামেন্টের শেষ অধিবেশনেই মোদি সরকার জানিয়ে দিয়েছিল ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট অন্যান্যবারের তুলনায় আগেই পেশ করা হবে। কিন্তু এতটা আগে হবে সেটা হয়তো কেউ আঁচ করতে পারেননি। এছাড়া রেল বাজেটও সাধারণ বাজেটের সঙ্গে পেশ করা হবে বলা হয়েছিল। বাজেট সেশন শুরু হবে ৩১ জানুয়ারি, যেখানে সরকারের অর্থনৈতিক সার্ভে উপস্থাপন করার কথা। অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থাপিত চতুর্থ এই বাজেট যাতে ১ এপ্রিল থেকে কার্যকর হতে পারে সেই উদ্দেশ্যেই আগে বাজেট পেশ করার সিদ্ধান্তে অটল কেন্দ্র সরকার।
from Uttarbanga Sambad http://ift.tt/2k82HPp
January 23, 2017 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন