ওয়েলিংটন, ১৩ জানুয়ারি- সর্বশেষ এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও জ্বলে উঠলো বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ব্যাট। তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেইসঙ্গে স্পর্শ করলেন টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান ও ১৫০ উইকেটের টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবেও নিজের নাম লেখালেন সাকিব। টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। ওয়েলিংটন টেস্টের আগে ৪৪ টেস্টে ব্যাট হাতে দেশসেরা এই অলরাউন্ডার করেন ২৯২৯ রান। এই টেস্টের আগে তিন হাজার রান ছুঁতে প্রয়োজন ছিল ৭১ রান। আগের দিন চার রানে জীবনও পেয়েছিলেন সাকিব। তবে দ্বিতীয় দিন ভয়-ডরহীন ক্রিকেট খেলে এগিয়ে নিলেন দলকে। টিম সাউদির বলে চার মেরে ৮৬ বলে আট চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে খুব বেশি সময় নিলেন না। বাকি ৫০ রান পেতে খেলেছেন ৬৪ বল। নাইল ওয়াগনারের বলে সিঙ্গেলস নিয়ে কিউইদের বিপক্ষে দ্বিতীয় এবং ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। সবমিলিয়ে ১৫০ বলে ১৪ বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি তুলে নিয়ে আগের সর্বোচ্চ রানকে টপকে যান তিনি। সেইসঙ্গে স্পর্শ করলেন আরও একটি মাইলফলক। এর আগে টেস্টে তিন হাজার রান ও ১৫০ উইকেট ছিল মাত্র ১৩ জনের। সবার ওপরে স্যার গ্যারি সোবার্স। এরপরই আছেন সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ইমরান খান ও শন পোলক। এরপরই জ্বলজ্বল করছে সাকিব আল হাসানের নাম। এদিকে, মাইলফলক ছোঁয়ার দিন হাবিবুল বাশারকে ছাড়িয়ে এখন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান তামিম ইকবালের তিন হাজার ৪০৫। তালিকার তৃতীয় স্থানে বাশার রয়েছেন তিন হাজার ২৬ রান নিয়ে। এছাড়া এই সেঞ্চুরিতে মুমিনুল হকের পাশে বসলেন সাকিব। টেস্টে বাংলাদেশের হয়ে তাদের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মোহাম্মদ আশরাফুল (৬টি) ও তামিম ইকবালের (৮টি)। আর/১০:১৪/১৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jdF89T
January 13, 2017 at 03:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top