ওয়েলিংটন, ১৩ জানুয়ারি- সর্বশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির পর থেকে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। প্রায় দুই বছর পর শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দেখা পেলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মুশফিকের ১৭৯ বলের এই ইনিংস ছিল ১৭টি চারে সাজানো। অথচ এই টেস্টে খেলবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের সিরিজের প্রথমটিতে হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েন মুশফিক। ফলে সিরিজের শেষ দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক হয়ে কাটাতে হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। তবে ওয়েলিংটনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেই একাদশে ফেরেন মুশফিক। দ্বিতীয় দিনে মুমিনুল হকের সাজঘরে ফেরার পর মাঠে নামেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে গড়েন পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি। টিম সাউদিকে চার মেরেই তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিও। এদিকে এই সেঞ্চুরিতে মুমিনুল ও সাকিবের পাশে বসলেন মুশফিক। টেস্টে বাংলাদেশের হয়ে তাদের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মোহাম্মদ আশরাফুল (৬টি) ও তামিম ইকবালের (৮টি)। এর আগে সেঞ্চুরির দেখা পান সাকিবও। এই জুটিতে চার উইকেটে ৩৯৪ রানের সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। মুশফিক ২০১ বল খেলে ১১২ আর সাকিব ১৬৮ বল খেলে ১২৬ রানে অপরাজিত রয়েছেন। আর/১০:১৪/১৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jpKVqv
January 13, 2017 at 03:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন