আজ শিরোপার লড়াই মাঠে নামছে বিশ্বনাথ-গোলাপগঞ্জ

upozila-cup-final-696x368

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটে অবশেষে মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক আন্ত:উপজেলা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। প্রায় দু’মাস ‘বিরতি’ দিয়ে আজ সোমবার টুর্ণামেন্টটির চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হবে। সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনালের মহারণে মুখোমুখি হবে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল ও বিশ্বনাথ উপজেলা ফুটবল দল।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেটের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ।

গত বছরের ৭ নভেম্বর টুর্ণামেন্টের ফাইনাল হওয়ার কথা থাকলে  সেটি হয়নি। প্রায় দু’মাস পরে আজ সোমবার  টুর্ণামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ দিন ফাইনাল ‘স্থগিত’ থাকায় মধ্যখানে ফাইনালিস্ট দু’দল গোলাপগঞ্জ ও বিশ্বনাথ নিজেদের অনুশীলন বন্ধ করে দিয়ে ছিলো। তবে গত সপ্তাহ খানেক থেকে আবারো দল দু’টি অনুশীলন শুরু করে। উভয় দল ফাইনাল খেলার জন্য শারীরিক ও মানষিকভাবে প্রস্তুত রয়েছে। ফাইনাল খেলার মঞ্চে কেউ কাউকে ছাড় দিতে নাজার। নিজেদের সেরা দলটা নিয়েই মাঠে নামে গোলাপগঞ্জ-বিশ্বনাথ। আর এজন্য গত ক’দিন থেকে কঠোর অনুশীলন করেছিল দলগুলো।

বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানাগেছে, সোমবার জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় অংশগ্রহন করার জন্য উপজেলা ফুটবল দল শারীরিকভাবে প্রস্তুত রয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য ইতি মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। এ খেলা উপভোগ করতে বিশ্বনাথের কয়েক হাজার লোকজনের সমাগম ঘটবে সিলেট স্টেডিয়ামে এমটাই ধারনা করা হচ্ছে।

গত ৫ নভেম্বর আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল সম্পন্ন হয়। দ্বিতীয় সেমিফাইনালে জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে বিশ্বনাথ।

গ্রুপ পর্বে বিশ্বনাথ গোয়াইনঘাট উপজেলাকে, কোয়ার্টার ফাইনালে জৈন্তাপুর উপজেলা দলকে, সেমিফাইনালে সিলেট সদরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

গত ৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে সিলেট সদরকে হারিয়ে উপজেলা কাপের ফাইনালের টিকেট কাটে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।

গোলাপগঞ্জ দলের কোচ সৈয়দ নুরী জাহান রাহেল বলেন, আমরা সেরা দলটাই মাঠে নামাবো। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবছি না।

বিশ্বনাথ দলের অধিনায়ক জুয়েল বলেন, জয়ের জন্যই আমরা মাঠে নামবো। চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই সিলেট থেকে ফিরতে চাই।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান বলেন, আমরা আশাবাদি এলাকার জনপ্রতিনিধি,

রাজনীতিবিদ,সামাজিক সংগঠন, ফুটবলপ্রেমীরা খেলা উপভোগ করতে স্টেডিয়ামে যাবেন। আমাদের ধারনা কয়েক হাজার মানুষ স্টেডিয়ামে খেলা উপভোগ করবেন।

তিনি বলেন, বিশ্বনাথ ফুটবল দলকে শারীরিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস খেলায় আমাদের ফুটবল দল জয়ী হবে। উক্ত খেলার দেখার জন্য বিশ্বনাথ উপজেলাবাসীর প্রতি তিনি আহবান জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iV7C8b

January 09, 2017 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top