কলকাতা, ০৯ জানুয়ারি- বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত বিএফজেএ অ্যাওয়ার্ড জরিপে জনপ্রিয় অভিনেতা নির্বাচিত হয়েছেন টালিগঞ্জের দেব। সাংবাদিকদের বিচারের সেরা জনপ্রিয় নির্বাচিত হয়েছেন তিনি। প্রতিবছর বিএফজেএ বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মানিত করে থাকে। সেই ধারাবাহিকতায় বিএফজেএ অ্যাওয়ার্ড ক্ষত চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সিনেমাওয়ালাতে অভিনয়ের জন্য পেয়েছেন পরাণ বন্দোপাধ্যায়। উল্লেখ্য, ২০০৬ সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন দেব। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- চাঁদের পাহাড়, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, বুনো হাঁস, যোদ্ধা, আরশীনগর, আই লাভ ইউ, মন মানে না প্রভৃতি। আর/১৭:১৪/০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jkuAmc
January 10, 2017 at 12:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top