চেন্নাই, ০৯ জানুয়ারি- মহেন্দ্র সিং ধোনি স্বেচ্ছায় সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেননি? তাঁর ওপর ছিল ভারতীয় নির্বাচকদের চাপ! ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের বরাতে এমনই একটি খবর দিয়েছে দৈনিক হিন্দুস্তান টাইমস। গত সপ্তাহে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল খবরটাধোনি ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো পূর্বাভাস ছাড়াই ধোনির এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকে। অনেকে তাঁর এই সিদ্ধান্তে তাঁর সময়জ্ঞানের তারিফ করেছিলেন। কিন্তু হিন্দুস্তান টাইমস বলছে, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পেছনে কাজ করেছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকদের চাপ। তাঁরাই নাকি ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ককে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের কথা বলে অধিনায়কত্ব ছাড়তে বলেছিলেন। দুই বছর পরের বিশ্বকাপে ধোনির জায়গা নিশ্চিত নয়। ফলে নতুন অধিনায়ককে যথেষ্ট সময় দিতে হবে দল গোছাতে। ধোনি নিজেও এই ভেবে সরে দাঁড়িয়েছিলেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু হিন্দুস্তান টাইমসের খবর বলছে, ধোনির এই চাওয়া একেবারে মন থেকে আসেনি। চাপে পড়েই এসেছে। পত্রিকাটি লিখেছে, ভারতীয় নির্বাচকেরা দুই দফায় ধোনির সঙ্গে কথা বলে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলেন। পুরো প্রক্রিয়াটির শুরু গত সেপ্টেম্বরে। নির্বাচকের দায়িত্ব পেয়েই এমএসকে প্রসাদ বৈঠকে বসেন তাঁর চার সতীর্থশরণদীপ সিং, গগন খোড়া, দেবাং গান্ধী ও যতীন পারাঞ্জাপেদের নিয়ে। সেখানেই বিশদ আলোচনা হয় ধোনির ব্যাপারে। তাঁরা একটি লক্ষ্যও নির্ধারণ করেন ২০১৯ বিশ্বকাপকে ঘিরে। পুরো বিষয়টিই ব্যাখ্যা করা হয় ধোনির কাছে। মনে করিয়ে দেওয়া হয়, ২০১৯ বিশ্বকাপের সময় ধোনির বয়স ৩৯-এর দোরগোড়ায় থাকবে। তাঁকে বোঝানো হয়, বিরাট কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার এটিই সেরা সময়। ধোনি তখনই তাদের কিছু বলেননি। তবে কিছুদিন আগে এমএসকে প্রসাদ নাগপুরে ঝাড়খন্ড ও গুজরাটের মধ্যকার রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে আবারও ধোনির সঙ্গে দেখা করে একই বিষয় নিয়ে আলোচনা করেন। এর পরপরই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ধোনি। বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান। এর পর বোর্ডের তরফ থেকে আসে আনুষ্ঠানিক ঘোষণা। আর/১৭:১৪/০৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iuYUui
January 10, 2017 at 12:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন