মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দশঘর নিজামুল উলূম উচ্চ বিদ্যালয়’র ৩ দিনব্যাপী ‘সুবর্ণ জয়ন্তী উৎসব’র উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ‘সুবর্ণ জয়ন্তী উৎসব’র উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে দিতে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ‘দশঘর নিজামুল উলূম উচ্চ বিদ্যালয়’। বিগত ৫০ বছর ধরে এলাকার হাজার হাজার শিক্ষার্থী বিদ্যালয় থেকে শিক্ষার্জন করে দেশ-বিদেশের বিভিন্নস্থানে গূরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। গৌরবাণি¦ত করেছেন এলাকা তথা উপজেলাবাসীকে। তিনি আরোও বলেন, দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা ও দক্ষতার সাথে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে।
সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগদান করতে দেশের বিভিন্ন স্থানে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসে থাকা অনেক প্রাক্তন শিক্ষার্থীও যোগদান করেছেন। দীর্ঘদিন পর প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীদের মিলন মেলাস্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ৩ দিন (২১, ২২, ২৩ জানুয়ারী) ধরে চলবে সুবর্ণ জয়ন্তী উৎসবের আমেজ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলীম উদ্দিন বাবুল ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মকদ্দুছ আলী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও বিদ্যালয় ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আব্দুল কুদ্দুছ মাখন’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজামান, বিদ্যালয় ট্রাস্টের ট্রাস্টি আজিজুর রহমান, লাকি মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দিন, সামছু উদ্দিন মেম্বার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক তৈয়বুর রহমান, প্রবাসী আব্দুল বারী।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য, সাংবাদিক, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jLEOQf
January 21, 2017 at 08:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.