মুম্বাই, ০৬ জানুয়ারি- ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে ভারত। ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির অবসরের পর কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক সেটা জানার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। আজ শুক্রবার সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বিরাট কোহলির বাহুতেই উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারত দলকে নেতৃত্ব দিবেন তারকা ব্যাটসম্যান কোহলি। অবশ্য কোহলির তত্ত্বাবধানে খেলবেন ধোনিও। এদিকে ভারত দলে চমক হিসেবে আছেন যুবরাজ সিং। তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। গেল বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন যুবরাজ। এরপর আর ভারতের জার্সি গায়ে খেলা হয়নি তার। এবার দলে আছেন। সুযোগ পেতে পারেন টি-টোয়েন্টিতে। অন্যদিকে ২০১৩ সালের ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। তিন বছরেরও অধিক সময় পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন তিনি। আর/১০:১৪/০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iQo5uC
January 07, 2017 at 04:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top