মহিলাদের সুরক্ষায় দিল্লি মেট্রোর নয়া উদ্যোগ

উত্তরবঙ্গ সংবাগ ওয়েব পোর্টালঃ এবার থেকে দিল্লি মেট্রো হতে চলেছে মহিলাদের সুরক্ষার এক উদাহরণ। ২০১২ সালের ১৬ ডিসেম্বরের নির্ভয়া কান্ডের কথা মনে পড়লেই এখনও হাড় হিম হয়ে যায় সকলের। এত মিছিল, এত প্রতিবাদ করেও সারা দেশে তো নয়ই এমনকি রাজধানী দিল্লিতেও বদলানো যায়নি নারীর প্রতি পুরুষের লালসা। প্রায় প্রতিদিনই নতুন কোনো ঘটনা নতুনভাবে মেয়েদের নিরাপত্তাহীনতার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ‘ডিজিটাইজেশন’-এ পৌঁছে যাওয়া দেশে মেয়েরা কতটা অসহায়। তাই এবার থেকে মেয়েরা মেট্রোতে ওঠার সময় ব্যাগে সর্বাধিক ৪ ইঞ্চি মাপের ছুরি এমনকি দেশলাই বাক্স বা লাইটারও সঙ্গে রাখতে পারবেন বলে জানিয়েছে দিল্লি মেট্রো করপোরেশন। সিআইএসএফ এর পক্ষ থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে এব্যপারে। মেয়েদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই মেট্রোর নিরাপত্তার আওতার বাইরে রাখা হয়েছে এই বিষয়টি। কিন্তু যাতে কেউ সুযোগ নিতে না পারে সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে কতটা কার্যকর হয় বিষয়টি সেটাই দেখার।



from Uttarbanga Sambad http://ift.tt/2iQn7OR

January 06, 2017 at 10:35PM
06 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top