মারিও বার্তোলি। কেরিয়ারের সেরা ফর্মে থাকাকালেই আচমকাই টেনিস সার্কিটকে বিদায় জানিয়েছিলেন। টেনিস অন্ত প্রাণ বার্তোলির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন সকলে। আড়ালে অনেকে চোখের জলও ফেলেছিলেন। বর্তমানে খেলার পোশাক তৈরি করেন বার্তোলি। নিজের করা ডিজাইনে ফ্যাশন লাইন তৈরি করেছেন। ইউএস ওপেন থেকে উইম্বলডনে বার্তোলির তৈরি করা পোশাক পরে খেলেন টেনিস প্লেয়াররা। কিন্তু, এহেন বার্তোলি এখন জীবন-মরণের ক্ষণে দাঁড়িয়ে আছেন। এমন এক দূরারোগ্য ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে যে, গত কয়েক মাসে তাঁর ২০ কিলো ওজন কমে গিয়েছে। অথচ, এক সময়ে তাঁর ৬০ কিলো ওজন নিয়ে লোকে কতই না ঠাট্টা-তামাশা করত। বর্তমানে এটাই হচ্ছে ৩১ বছর বয়সি মারিও বার্তোলির চেহারা। যা সত্যিই বাকরুদ্ধ করে দেয়। শুধুমাত্র অর্গানিক স্যালাড এবং শশা আর বিশেষ পানীয় খেতে পারেন বার্তোলি। বাকি সব খাবার তাঁর জন্য নিষিদ্ধ। এমনকী, হাত ধোয়া এবং জল খাওয়ার জন্য তাঁকে ব্যবহার করতে হয় মিনের্যাল ওয়াটার। মোবাইল ফোন ধরেন হাতে গ্লাভস পরে। কারণ, মোবাইল ফোনের ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন এই ভাইরাসকে আরও সক্রিয় করে তোলে বলে জানিয়েছেন বার্তোলি। বেশিক্ষণ মোবাইলে কথাও বলা তাঁর জন্য বারণ। কারণ এতে তাঁর হৃৎস্পন্দন এতটাই বেড়ে যায়, তাঁর মনে হয় যে কোনও মুহূর্তে তাঁর মৃত্যু হতে পারে। এই ভাইরাসের জন্য এবার উম্বলডনে আমন্ত্রিত তারকাদের ম্যাচেও অংশ নিতে পারেননি বার্তোলি। যে কোনও উপায়ে সুস্থ হতে চান বার্তোলি। তার মতে, জীবনটা এখন জীবন্ত দুঃস্বপ্ন হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া থেকে নিউ ইয়র্ক এবং ভারতে যাওয়ার সময়ে এই ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছিল বলে জানিয়েছেন বার্তোলি। এই ভাইরাস এতটাই অপরিচিত যে তার কোনও নাম এখনও পর্যন্ত বলতে পারেননি চিকিৎসকরা। তবে মনের জোর হারাননি বার্তোলি। একদিন না একদিন টেনিস সার্কিটে ফিরবেন বলেই জানিয়েছেন তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i8CaAa
January 04, 2017 at 04:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন