মুরাদনগরে কৃতি শিক্ষাথিদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান

মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগর উপজেলায় বিভিন্ন পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও শিক্ষা উপকর বিতরণ করে দক্ষিন মুরাদনগর কল্যান সমিতি।

শনিবার সকাল ১১টায় উপজেলার জাহাপুর কমলাকান্ত একাডেমী ও কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

সমাজ কল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ও অব: জেলা জজ ইসমাইল মিয়া, ঢাকা ওয়াসার অব: তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জাহাপুর কমলাকান্ত একাডেমী ও কলেজের অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারী, অধ্যক্ষ এক এম ফরিদ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আবু মুছা, একেএম সফিকুল ইসলাম, জাকির হোসেন, আবুল হাষেম, শাহজাহান সরকার বিএসসি, রমিজ উদ্দিন সরকার, মোখলেছুর রহমান, একেএম সিরাজুল ইসলাম কালাম, একে এ লতিফ রৌশন, আব্দুল হান্নান, সফিকুল ইসলাম, কায়কোবাদ হোসেন, ফরিদ উদ্দিন, জামাল খান, ফয়েজুর রহমান, নার্গিস জুই প্রমুখ।

The post মুরাদনগরে কৃতি শিক্ষাথিদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kEJoRi

January 28, 2017 at 08:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top