হোমনায় এক রাতে গণচুরি

হোমনা প্রতিনিধি ● হোমনায় এক রাতে একটি বাড়ি ও বাজারের গণচুরি সংগঠিত হয়েছে। উপজেলার মিশ্বীকারী গ্রাম থেকে একটি গরু এবং ঘারমোড়া বাজারে শুক্রবার রাতের যে কোনো এক সময় এগারোটি ব্যবসা প্রতিষ্ঠানের চালার টিন কেটে ভেতরে ঢুকে নগদ টাকাপয়সাসহ মালামাল চুরির এ চুরির ঘটনা ঘটে। গতকাল  শনিবার সকালে ব্যবসায়ীরা তাদের দোকানে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘারমোড়া বাজারের চুরি হওয়া প্রতিটি  দোকানের চালার টিন কাটা। ব্যবসায়ীরা ধারনা করছেন ওই কাটা জায়গা  দিয়েই দোকানের চোরেরা ভেতর ঢুকে তাদের ক্যাশ বাকশো ভেঙে নগদ টাকা-পায়সা ও মালামাল চুরি করে নিয়ে যায়। মিশ্বীকারী গ্রামের মনু মিয়া বেপারীর বাড়ি থেকে সত্তর/আশি হাজার টাকা মূল্যের একটি গরু, ঘারমোড়া বাজারের হার্ডওয়্যার ও স্যানিটারির দোকান শাহজালাল এন্টারপ্রাইজ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ দেড় লাখ টাকার মালামাল ও নুসরাত এন্টারপ্রাইজের নগদ দেড় হাজার টাকাসহ মালামাল, হাজী বস্ত্র বিতানের ক্যাশ বাকশো ভেঙে নগদ ১০ হাজার টাকাসহ ৩০/৪০ হাজার টাকার কাপড়, রত্না সু স্টোরের নগদ ৩ হাজার টাকার মালামাল, ক্ল্যাসিক ফ্যশন ও সরকার ফ্যাশন থেকে নগদ ৪০ হাজার টাকাসহ ৩ লাখ টাকার কাপড়, মা ফার্মেসী থেকে নগদ ১২ হাজার টাকাসহ ১০ হাজার টাকার ওষুধ চুরি হয়। এছাড়া মায়ের দোয়া ক্রোকারিজ, জান্নাত বস্ত্র বিতান, হাবিব হোটেল, বিসমিল্লাহ স্টোরের মালিকগণ তাদের ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানাতে পারেন নাই।

বাজার কমিটির সভাপতি মো. আলী নেওয়াজ বলেন, বাজারের চুরির বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানাকে জানিয়েছি।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, বাজারে চুরির বিষয়টি শুনেছি। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post হোমনায় এক রাতে গণচুরি appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jpDcax

January 28, 2017 at 05:08PM
28 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top