লস অ্যাঞ্জেলস, ০৯ জানুয়ারি- তাকে বলা হয় হলিউড ইতিহাসের সবচেয়ে তুখোড় অভিনেত্রীদের একজন। তিনবার অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবার গোল্ডেন গ্লোবে ভূষিত হলেন আজীবন সম্মাননায়। ৭৪ বছরের আগে থেকে শুরু হওয়া এই পুরস্কারটি এর আগে ডেনজেল ওয়াশিংটন, মার্টিন স্করসেজি, জর্জ ক্লুনি এবং জেডি ফোস্টারকে দেওয়া হয়েছিল। হলিউডের এই বছরের প্রথম অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হলো গতকাল রোববার। চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সেরা আসর গোল্ডেন গ্লোব ক্যার্লিফোর্নিয়া ব্রেভারি হিলসের ব্রেভারি হিল্টনে অনুষ্ঠিত হলো। গোল্ডেন গ্লোবের এবারের আসরে বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ পেলেন সম্মানজনক পুরস্কার সেসিল বি ডিমিলে। ৬৭ বছর বয়সী মেরিল অন্যান্য হলিউড তারকাদের মতো হিলারিকে সমর্থন করেছিলেন নির্বাচনের জন্য। তিনি জানিয়েছিলেন, হিলারির জীবনী নিয়ে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে চান। এবার গোল্ডেন গ্লোবের এই আসরে নিজেকে হিলারি-প্রেমী উল্লেখ করেন এই অভিনেত্রী। মেরিল স্ট্রিপ গোল্ডেন গ্লোবের আসরে সম্মানজনক পুরস্কার সেসিল বি ডিমিলে পুরস্কার গ্রহণের সময় একটি আবেগঘন বক্তৃতা দেন। সেখানে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলার সময়ে একজন অসুস্থ সাংবাদিকের প্রতি ট্রাম্পের বিকৃত মজার কথা উল্লেখ করেন। সেসিল বি ডিমিলে পুরস্কার হাতে নিয়ে স্ট্রিপ বলেন, বিদায়ী বছরের একটি বিষয় আমাকে হতভম্ব করে দিয়েছিল। আর সেটি ছিল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক সার্জ কোভালেস্কিকে নিয়ে ট্রাম্পের মজা করার বিষয়টি। এরপর মেরিল স্ট্রিপ আরও বলেন, অসম্মান অসম্মানকে ডেকে আনে। আপনি যখন কাউকে সম্মান করতে জানবেন না, তখন আপনি কারো কাছে সম্মান আশাও করতে পারেন না। উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রথম গোল্ডেন গ্লোবে প্রথম মনোনয়ন পেয়েছিলেন মেরিল স্ট্রিপ। ১৯৭৯ সালে প্রথম গোল্ডেন গ্লোব জেতেন স্ট্রিপ ক্রেমার ভার্সেস ক্রেমার-এর জন্য। তখন থেকে টানা তিনবার জিতেছেন এই পুরস্কার। সব মিলিয়ে জিতেছেন ১০টি পুরস্কার। ফ্লোরেন্স ফস্টার জেনকিনস-এর জন্য মনোনয়ন পেয়েছেন এবার। নারী-পুরুষ মিলিয়েই সবচেয়ে বেশিবার অস্কার মনোনয়নের রেকর্ডও আছে স্ট্রিপের। ১৯ বার মনোনয়ন পেয়েছিলেন একাডেমি পুরস্কারে। আর অস্কার জিতেছেন তিনবার। অনুষ্ঠানে মেরিল স্ট্রিপের দেওয়া আবেগঘন বক্তৃতাটি দেখে নিতে পারেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১৭:১৪/০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j9lwBn
January 10, 2017 at 12:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top